অস্ত্রোপচার পর কেমন আছেন লালু? ফোন করে খোঁজ নিলেন মোদী

ODD বাংলা ডেস্ক: সোমবার সিঙ্গাপুরের হাসপাতালে RJD প্রেসিডেন্ট লালুপ্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিকের স্বাস্থ্যের খবর নিতে তাঁর ছেলে তেজস্বী যাদবকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরজেডির তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, মেয়ে রোহিণীর কিডনিই প্রতিস্থাপন করা হয়েছে লালুর শরীরে। অস্ত্রোপচারের পরে দু’জনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।আরজেডির তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, ফোন করে লালুর শারীরিক অবস্থার খবর নিয়েছেন মোদী। এদিকে তেজস্বী যাদব বাবার অস্ত্রোপচার নিয়ে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। এরপর লালুকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে লালুকন্যা রোহিনীও সুস্থ রয়েছেন। তাঁদের পরিবারের জন্য যাঁরা প্রার্থনা করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়েছেন তেজস্বী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.