মহারাষ্ট্রে মোদীর বিশেষ উদ্যোগ, ৭৫ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী
ODD বাংলা ডেস্ক: রবিবার মহারাষ্ট্রে দেশের ষষ্ঠ বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নাগপুর স্টেশনে দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্রপ্রেসে সূচনা করলেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। নাগপুর থেকে ছত্তিশড়ের বিলাসপুর পর্যন্ত চলবে এই ট্রেন। রবিবার নাগপুর মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। ফ্রিডম পার্ক স্টেশন থেকে টিকিট কেটে মেট্রো সফরও করলেন। কথা বললেন পড়ুয়া-সাধারণ যাত্রীদের সঙ্গে।বালাসাহেব ঠাকরের নামে মহারাষ্ট্রে আধুনিক হাইওয়ে। রবিবার সেই প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই রাস্তার নাম দেওয়া হয়েছে হিন্দু হৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সম্বৃদ্ধি মহামার্গ। নাগপুর থেকে সিরিডি যাবে এই রাস্তা।নাগপুরে অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। নাগপুরে মহারাষ্ট্রে ঐতিহ্যবাহী হোলে বোল তুলতে দেথা গেল তাঁকে। রবিবার নাগপুরে AIIMS-এরও সূচনা করেন প্রধানমন্ত্রী।
Post a Comment