গুজরাত ভোটের প্রথম দিনে খাড়্গের 'রাবণ' মন্তব্য নিয়ে আক্রমণ শানালেন মোদী
ODD বাংলা ডেস্ক: কংগ্রসে সভাপতি মল্লিকার্জুন খাড়্গের 'রাবণ' মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদী। এদিন গুজরাতের কালোলের জনসভায় বক্তৃতা করতে গিয়ে মোদী বলেন, "কেউ আমায় রাক্ষস বলছে, কেউ আরশোলা। কংগ্রেসে অন্দরে বোধহয় প্রতিযোগিতা চলছে, কে মোদীকে কতটা খারাপ কথা বলতে পারে।" ক'দিন আগে মোদীর 'আওকাত' তুলে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি। কালোলের জনসভায় সেই প্রসঙ্গ তুলে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান মোদী। বলেন, "শুনলাম, শ্রদ্ধেয় খাড়্গেজি আমার সঙ্গে রাবণের তুলনা করেছে। যাঁরা কোনওদিন রামের অস্তিত্বকেই স্বীকার করেননি, তাঁরা আবার রামায়ণ থেকে রাবণকে টেনে আনছেন।" মোদীর কথায়, এই ধরনের মন্তব্য বলার পরে অনুশোচনা হওয়া তো দূরের কথা, দুঃখপ্রকাশ পর্যন্ত করা হয় না।
Post a Comment