বুস্টার ডোজ হিসেবে ন্যাজাল ভ্যাকসিনে সায়! আগামী সপ্তাহেই হতে পারে ঘোষণা
ODD বাংলা ডেস্ক: দেশে করোনার অতি সংক্রামক BF.7 ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসল কেন্দ্র। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসলেন বৃহস্পতিবার। বৈঠকশেষে সকলকে মাস্ক পরার আরজি জানালেন প্রধানমন্ত্রী। মাস্ক পরা বাধ্যতামূলক না করা হলেও তা পরার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কোভিড টেস্ট বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, শিগগিরি দেশে করোনার তৃতীয় তথা বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে।উল্লেখ্য, চিনে যে ভয়ংকর নয়া ভ্যারিয়েন্ট ফের করোনা ভাইরাসকে ত্রাসে পরিণত করেছে, সেই ভয়ংকর ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে ভারতে। গত কয়েকমাসে ভারতে মোট ৪ জন এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন গুজরাটের বাসিন্দা এবং দু’জন ওড়িশার বাসিন্দা।
Post a Comment