বছর শেষেই কলকাতায় মোদী-যোগী, রয়েছে গঙ্গাবক্ষে ক্রুজভ্রমণের সম্ভাবনা
ODD বাংলা ডেস্ক: নতুন বছরের আগেই কলকাতায় আসছেন মোদী-যোগী। বছর শেষে কলকাতায় অনুষ্ঠিত হবে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রের ১০টি মন্ত্রক এই গঙ্গা পরিষদের সদস্য। তাছাড়া যে রাজ্যগুলি দিয়ে গঙ্গে বয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিও এই পরিষদের সদস্য। ফলে স্বাভাবিকভাবেই এর একটি বৈঠকের আয়োজক পশ্চিমবঙ্গ। আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় সেই বৈঠকের আয়োজন করা হয়েছে। জাতীয় পরিষদের সদস্য হিসেবে বৈঠকে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন পরিষদের বৈঠকে। তবে তাঁরা ভার্চুয়ালি যোগ দেবেন না কলকাতায় আসবেন, তা নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানা যায়নি। বৈঠক বাদেও গঙ্গাবক্ষে ক্রুজ ভ্রমণের আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে শেষবার ২০১৯ সালে কানপুরে অনুষ্ঠিত হয়েছিল গঙ্গা পরিষদের এই বৈঠক। সেই বার বৈঠকে অবশ্য অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Post a Comment