সুস্থ হচ্ছেন শতায়ু হীরাবেন, শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন প্রধানমন্ত্রী মোদীর মা
ODD বাংলা ডেস্ক: গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শতায়ু হীরাবেনকে বয়সজনিত অসুস্থতার কারণে ভর্তি করাতে হয়েছিল আমদাবাদের একটি হাসপাতালে। তবে মোদীর মা কেমন আছেন, কী কী সমস্যা তৈরি হয়েছে তাঁর, সে ব্যাপারে বিশদ কোনও তথ্য জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার শুধু জানানো হয়েছিল, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অবশেষে হীরাবেনের স্বাস্থ্য সংক্রান্ত খবর দিল সরকার। বৃহস্পতিবার গুজরাত সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘প্রধানমন্ত্রীর মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তাঁকে দু’-তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।’
Post a Comment