ঘরে ধারাল ছুরি রাখুন হিন্দুরা, বিতর্কিত মন্তব্যের জের! বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে FIR
ODD বাংলা ডেস্ক: হিন্দুরা সকলে নিজের সঙ্গে ধারালো ছুরি রাখুন। বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্যের জেরে এফআইআর দায়ের সিমোগ্গা থানার পুলিশের। অভিযোগ বিজেপি সাংসদ হিন্দুদের ঘরে অস্ত্র রাখার কথা বলে উস্কানি দিচ্ছে। এই নিয়ে সরব রাজনৈতিক মহলও। কংগ্রেস নেতা কানহাইকা কুমার অভিযোগ করেছেন, বিজেপি নেত্রী অমিত শাহের ভূমিকাকে সংশয়ের মুখে ফেলে দিচ্ছেন। যাঁর কাজ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা।বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর যিনি নিজেকে সাধ্বী প্রজ্ঞা বলে দাবি করে থাকেন। তিনি বলেছেন, হিন্দুরা নিজের সঙ্গে সবসময় একটা ধারাল ছুরি রাখুন। এবং বলাবাহুল্য একটি সম্প্রদায়ের বিরুদ্ধে এই মন্তব্য করেছেন তিনি।
Post a Comment