সকাল থেকেই হোয়াটসঅ্য়াপে ঘুরছে টেটের 'প্রশ্নপত্র', ভুয়ো বললেন ব্রাত্য

ODD বাংলা ডেস্ক: কড়া নিরাপত্তায় শুরু হয়েছে প্রাইমারি টেট। কিছু কিছু জায়গায় সামান্য কিছু সমস্য়া হলেও এখনও পর্যন্ত পরীক্ষা চলছে নির্বিঘ্নেই। তবে পরীক্ষা বানচালের সব চেষ্টাই হয়েছিল। টেট পরীক্ষা নিয়ে এমনটাই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, একাধিক দফতরের সঙ্গে সমন্বয় রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ টেট নিচ্ছে। এখনওপর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনও খবর নেই। সব জায়গায় নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে। ব্যাগ নিয়ে ঢুকতে না পারার জন্য কোনও কোনও জায়গায় কিছু সমস্য়া হয়েছে। সেসব খুবই বিচ্ছিন্ন ঘটনা। বিষয়গুলির সমাধান হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, এই পরীক্ষা যাতে সরকার না নিতে পারে তার জন্য সবরকম চেষ্টা করেছিল বিরোধীদের একাংশ। কিন্তু এখনওপর্যন্ত আমাদের কাছে যা খবর তাদের পরীক্ষা নির্বিঘ্নেই চলছে। সব পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। সবাই হয়েতো চাকরি পাবেন না। যারা পাস করবেন তারাই চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রবেশাধিকার পাবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.