'ওর যখন ২০, আমার তখন ৬০, মেয়ের সঙ্গে ফুটবল খেলতে পারব তো!'


ODD বাংলা ডেস্ক: গত মাসেই তাঁর আর আলিয়ার পরিবারে এসেছে প্রথম সন্তান। তবে এই মুহূর্তে স্ত্রী আলিয়া আর মেয়ে রাহাকে রেখে রণবীর রয়েছেন সুদূর সৌদি আরবে। সেখানে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছেন রণবীর। সেখান থেকেই ব্রুট ইন্ডিয়ার হাত ধরে সামনে এসেছে একটি ভিডিও। যেখানে মেয়েকে নিয়ে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন রণবীর কাপুর। তিনি জানিয়েছেন, তিনি বাবা হওয়ার পরও কেন উদ্বিগ্ন! ৪০ বছর বয়সী অভিনেতার কথায়, 'আমি এই ভেবে চিন্তিত হয়ে পড়ি যে কেন আমি বাবা হতে এতটা সময় নিয়ে ফেললাম! আমার চিন্তিত হয়ে পড়ার সবথেকে বড় কারণ, যখন আমার মেয়ে ২০ কি ২১ বছরের হবে, তখন আমার বয়স গিয়ে দাঁড়াবে ৬০ বছরে। তখন কি আমি ওর সঙ্গে ফুটবল খেলতে পারব? নাকি দৌড়াতে পারব?' রণবীরের কথায়, আমি ঠিক করেছি বছরে আমি ১৮০ থেকে ২০০ দিনের বেশি কাজ করব না। হয়ত আলিয়া বেশি কাজ করবে। তবে আমাদের দুজনকেই ব্যালেন্স করতে হবে। এটা হতে পারে, যখন ও কাজ করবে, তখন আমি বিরতি নেব। কিংবা আমি যখন কাজে ব্যস্ত থাকব, তখন ও ছুটি নেবে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.