ভাঙল ১৮ বছরের রেকর্ড! ‘উষ্ণ’ ডিসেম্বরে রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি

ODD বাংলা ডেস্ক: ২০০৪ সালের পর ফের ২০২২। আঠারো বছরের রেকর্ড ভেঙে এ বছরের ডিসেম্বর মাস আরও উষ্ণ। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি! আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ প্রায় ২১ ডিগ্রি। যা সাধারণভাবে ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশের থাকার কথা। তবে বুধবার থেকে আবহাওয়ার এই উলটপুরাণে ইতি পড়তে চলেছে। ফের নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। বছরের শেষটা কাটতে পারে শীতল পরিবেশেই।২০০৪ সালের ২১ ডিসেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। আর ২০২২ সালের ২৭ ডিসেম্বর তা চড়ল ২০.৭ ডিগ্রিতে। কিন্তু কেন এমন পরিস্থিতি? এতটা উষ্ণ পৌষ? আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপাসগারে নিম্নচাপের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে তাই উধাও শীত। সোমবারও কলকাতার পারদ একধাক্কায় আরও তিন ডিগ্রি বেড়ে গিয়েছিল। মঙ্গলবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.