ফের অসুস্থ সামান্থা? বলিউড ছবি থেকে সরে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে
ODD বাংলা ডেস্ক: ফের অসুস্থ জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু? দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলে তো এমনটাই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, রুপোলি দুনিয়া থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন ও আন্তাভা গার্ল। বেশ কিছুদিনের লম্বা বিরতি নেবেন অভিনেত্রী। সম্পূর্ণ সুস্থ হয়েই ফের কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বলিউডের বেশ কিছু প্রোজেক্ট থেকেও সরে দাঁড়াচ্ছেন দক্ষিণী বিউটি। সামান্থা অভিনীত শেষ ছবি যশোদার প্রচারেও থাকতে পারেননি। সেই সময়ই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবি পোস্ট করে মায়োস্টিটিসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। তবে সামান্থার অর্ধসমাপ্ত ছবি খুশির শ্যুটিং শেষ করতে আগ্রহী। এই ছবিতে সামান্থার বিপরীতে অভিনয় করছেন লাইগার স্টার বিজয় দেবেরাকোন্ডা। সূত্রের খবর, এই ছবির শ্যুটিং শেষ করার পরেই অভিনয় জগত থেকে লম্বা বিরতি নেবেন সামান্থা।
Post a Comment