মাধ্যমিকের আগে মোবাইল ব্যবহার করবে না পড়ুয়ারা, এই মর্মে অঙ্গীকারপত্রে সই করাচ্ছে স্কুল

ODD বাংলা ডেস্ক: করোনা আবহে যেখানে স্মার্টফোন ছাড়া পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার পর্যায় ছিল, সেই স্মার্টফোনের নেশায় এখন পড়াশোনার ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের। স্মার্টফোনে আসক্তির কারণেই ছাত্রছাত্রীদের অনেকের পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে। এদিকে মাধ্যমিক পরীক্ষা আর মাস তিনেক বাকি। আর তাই বাড়ি-বাড়ি ঘুরে পরীক্ষার্থীদের কাছ থেকে ‘অঙ্গীকারপত্র’ আদায় করে নিচ্ছেন শিক্ষকরা। যাতে মাধ্যমিকের আগে এই গুরুত্বপূর্ণ সময়ে পড়ুয়ারা স্মার্টফোনের পিছনে সময় অপচয় না করে। এমনই অভিনব পদক্ষেপ করেছেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা বলেন,”করোনা আবহে দীর্ঘদিন পড়ুয়ারা মূল ছন্দ থেকে বিছিন্ন ছিল। তার ফলে পড়ুয়াদের ভীষণভাবে ক্ষতি হয়েছে। দেখা যাচ্ছে, শুধুমাত্র করোনা পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের স্মার্টফোনে আসক্তি বহুগুণ বেড়েছে। এটা ভীষণ ক্ষতিকারক হয়ে উঠেছে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.