‘তোমরা মাতাল’, বিধানসভায় বিজেপি বিধায়কদের তোপ নীতীশের
ODD বাংলা ডেস্ক: মদ কাণ্ডে উত্তাল ‘ড্রাই’ বিহার।সারন জেলায় বিষমদ পান করে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর এনিয়ে উত্তাল হয়ে উঠে বিহার বিধানসভা। রাজ্যের ‘সুরা নীতি’ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাক্তন জোট শরিকদের ‘মাতাল’ বলে তোপ দাগেন তিনি। নীতীশ বলেন, “তোমরা মাতাল হয়ে গিয়েছ।” এদিকে, রাজ্য সরকারকে একহাত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের তোপ, “বিহারে মদ ঈশ্বরের মতো, আছে কিন্তু দেখা যায় না।”
Post a Comment