কবে বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ-কিয়ারা? অবশেষে মুখ খুললেন অভিনেতা
ODD বাংলা ডেস্ক: বলিউডের অন্দরে বেশ অনেকদিন ধরেই সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডাবাণীর বিয়ের কানাঘুষো চলছে। বিয়ের দিন থেকে ভেনু সব কিছু নিয়েই একাধিক সূত্রে নানারকমের খবর হয়ে উঠেছিল পেজ থ্রি-র লেটেস্ট টপিক। এবার সব গুঞ্জনের অবসান। সিদ্ধার্থ মলহোত্রা তাঁর আগামি ছবি মিশন মজনু-র প্রচারে বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেতা। ছবির প্রচারের ফাঁকে জানিয়ে দিলেন চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শেরশাহ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা। কিয়ারার সঙ্গে সম্পর্ক নিয়েও কখনও মুখ খোলেননি সিড। যদিও সিদ্ধার্থ মলোহোত্রা ও কিয়ারা আডবাণীর প্রেম ওপেন সিক্রেট।
Post a Comment