শাহরুখ-দীপিকার 'বেশরম' গানের সুর নকল করা হল এই বিখ্যাত গান থেকে!
ODD বাংলা ডেস্ক: আবারও বিদেশি সুর থেকে সুর নকল করার অভিযোগে বিদ্ধ বলিউড ছবি 'পাঠান'। 'পাঠান' ছবির গান 'বেশরম' সোমবারই ইউটিউবে মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকেই হু হু করে বাড়ছে ভিউ। শিল্পা রাওয়ের গলায় 'বেশরম'-এর মাদকতা ধুন তুলেছে শ্রোতাদের মনে। আর ওদিকে তো স্ক্রিনে আগুন ঝরাচ্ছেন শাহরুখ ও দীপিকা। 'বেশরম' গানটির বিটস নাকি জেইনের 'মাকেবা' থেকে টোকা। ফরাসি গীতিকার ও গায়িকা জেইন। ২০১৫ সালের ৬ নভেম্বর রিলিজ করে তার স্টুডিও অ্যালবাম 'জানাকা'। সেই অ্যলবামেরই গান 'মাকেবা'। যা লিখেছিলেন তিনি নিজেই। নেটিজেনরা এই 'মাকেবা'র ট্র্যাক বিটসের সঙ্গেই মিল খুঁজে পেয়েছেন। 'বেশরম' গানটির ঝিম ধরানো বিটস নাকি এই 'মাকেবা' বিটসেরই কার্বন কপি! আর এরপরই নেটিজেনরা সমালোচনায় ধুইয়ে দিয়েছেন বিশাল-শেখরকে।
Post a Comment