বন্দে ভারত এক্সপ্রেস 'স্টপেজ' দিক এই স্টেশনে... রেলমন্ত্রীকে চিঠি সুকান্তর
ODD বাংলা ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হতে চলেছে আগামিকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি ট্রেনের উদ্বোধন করতে চলেছেন হাওড়ায়। তার আগে আজই এই ট্রেনের সফরসূচি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বোলপুর কিংবা শান্তিনিকেতন স্টেশনে চালু করার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার।যাত্রীদের চাহিদার কথা উল্লেখ করে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ যাতে বোলপুর কিংবা শান্তিনিকেতন স্টেশনে দেওয়ার ব্যবস্থা করেন রেলমন্ত্রী সে ব্যাপারে সুকান্ত মজুমদার আর্জি জানিয়েছেন চিঠিতে। সারা বছরই প্রচুর পর্যটক আসে শান্তিনিকেতন বোলপুরে। বন্দে ভারত ট্রেনের স্টপেজ যদি এই স্টেশনে দেওয়া হয় তাহলে মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
Post a Comment