২ জানুয়ারি নোট বাতিল মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট
ODD বাংলা ডেস্ক: নোট বাতিল কি শুধু মোদীর সিদ্ধান্ত? নাকি রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনার পরে ছয় বছর আগের ঘোষণা। সংসদীয় প্রক্রিয়া কী ছিল? নোট বাতিলের ফলে কী কী লাভ হয়েছে দেশের? এমন হাজারও প্রশ্ন তুলে মোট ৫০টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। গত কয়েক মাসে ধরে যার শুনানি চলছে বিচাপতি আবদুল নাজিরের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে। এদিন জানা গেল, আগামী ২ জানুয়ারি এই মামলাগুলির রায় দেবে শীর্ষ আদালত। উল্লেখ্য, পরের দিনই অবসর নেবেন বিচারপতি নাজির। নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মামলাগুলির শুনানি চলছে যে পাঁচ বিচারপতির বেঞ্চে তাঁরা যথাক্রমে, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি ভি সুব্রহ্মণ্যম এবং বিচারপতি বিভি নাগারত্ন। গত ৭ ডিসেম্বরে এই মামলার রায় শোনানোর কথা থাকলেও তা শেষ পর্যন্ত মুলতুবি হয়। তবে এদিন নতুন করে আগামী বছরের ২ জানুয়ারি নোট বাতিল মামলার রায় ঘোষণা হবে বলে জানা গেল। উল্লেখ্য, এই কারণেই কেন্দ্র ও রিজার্ভ ব্যাংককে নোট বাতিল সংক্রান্ত যাবতীয় নথি দ্রুত আদালতে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
Post a Comment