সুশান্ত সিংহ রাজপুতকে ভাড়া দেওয়া সেই ফ্ল্যাট নিয়ে সমস্যায় মালিক! আড়াই বছরেও মিলল না ভাড়াটে
ODD বাংলা ডেস্ক: ২০২০ সালের ১৪ জুন। অভিনেতা সুশান্তকে এক আবাসনের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মুম্বই পুলিশের প্রাথমিক অনুমান ছিল আত্মহত্যা করেছেন সুশান্ত। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। মুম্বইয়ের যে ফ্ল্যাটে সুশান্ত সিংহ রাজপুতের দেহ মিলেছে, সেটি গত আড়াই বছর ধরে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কেউ কিনতে আসেননি। এ বার রিয়েল এস্টেট দালাল রফিক মার্চেন্ট তাঁর প্রোফাইলে সেই ফ্ল্যাট ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিলেন। মাসে ৫ লক্ষ টাকার বিনিময়ে সেই ফ্ল্যাট ভাড়া নেওয়া যাবে।রফিক জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক এক জন প্রবাসী ভারতীয়। যিনি এই ফ্ল্যাট আর কোনও বলিউড তারকাকে দিতে চাইছেন না। কর্পোরেট জগতে কাজ করেন, এমন কোনও মানুষকেই ভাড়াটে হিসাবে অগ্রাধিকার দেওয়া হবে।
Post a Comment