টেন্ডার দুর্নীতির অভিযোগে পুলিশের জালে হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান
ODD বাংলা ডেস্ক: এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার শ্যামল আদক। হলদিয়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন অটো-টোটোর স্ট্যান্ডের টেন্ডারে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল শ্যামল আদকের বিরুদ্ধে। এই অভিযোগে ইতিমধ্যে হাজতে রয়েছেন কাউন্সিলর সত্যব্রত দাস। এবার সেই মামলায় শনিবার রাতে শ্যামল আদককে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ। আজ অর্থাৎ রবিবার তাঁকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। হলদিয়া পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন শ্যামল আদকের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ শোনা গিয়েছে। কমলেশ চক্রবর্তী নামে জনৈক অভিযোগকারী প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। নাম জড়িয়েছিল হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত দাসেরও। তাঁকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবার প্রাক্তন পুরপ্রধানকে নিজেদের হেফাজতে নিল তারা।
Post a Comment