তাজমহলকে বাজেয়াপ্তের হুঁশিয়ারি, পাঠানো হলো নোটিশ
ODD বাংলা ডেস্ক: তাজমহল কর্তৃপক্ষকে এক কোটি টাকার সম্পত্তি এবং জলকরের নোটিস পাঠানো হল। এই বকেয়া দ্রুত মেটানোর নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছে আগরা পৌরসভা। বকেয়া যে বিল তাজমহল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে তা ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষের, নোটিশে এমনটাই জানিয়েছে পৌরসভা। শুধু তাই-ই নয়, ১৫ দিনের মধ্যে এই বকেয়া না মেটালে সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করা হবে।
সুপারিনটেনডেন্ট প্রত্নতত্ত্ববিদ রাজ কুমার প্যাটেল বলেন, সম্পত্তি কর হিসাবে ১.৪০ লাখ টাকা এবং জল কর বাবদ ১ কোটি টাকারও বেশি চেয়ে পাঠানো হয়েছে।
রাজকুমার প্যাটেল জানান, এই প্রথম তারা এমন করের নোটিশ পেলেন। তার ধারণা, কোনোভাবে ভুল করে পৌরসভা কর্তৃপক্ষ এটি পাঠিয়ে ফেলেছে। কারণ স্মৃতিস্তম্ভগুলোকে কখনই কোনো কর দিতে হয় না। তিনি বলেন, যেহেতু এই সম্পত্তির কোনও বাণিজ্যিক ব্যবহার নেই, সেহেতু সম্পত্তি করেরও কোনো প্রশ্নই ওঠে না।
পৌরসভার কমিশনার নিখিল টি ফান্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তার দাবি, তাজমহলকে দেওয়া নোটিশ সম্পর্কে তিনি জানেনই না। তবে একইসঙ্গে তিনি এটাও বলেন যে, সব সরকারি ও ধর্মীয় ভবন নির্বিশেষে কর দিতে নোটিশ পাঠানো হয়েছে।
তাজমহলকে ১৯২০ সালে তত্কালীন ব্রিটিশ রাজ একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বজুড়ে ভারতে পর্যটনের অন্যতম প্রতীক তাজমহল। প্রতি বছর তাজমহল দেখতে ৬০ লাখেরও বেশি পর্যটক আসেন।
Post a Comment