খড়কুটো-র পর আবারও একসঙ্গে তৃণা-কৌশিক!
ODD বাংলা ডেস্ক: ফিরছে গুনগুন-সৌজন্য জুটি। কিন্তু অন্য নামে, চরিত্রে। আবারও লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে আবারও তৃণা সাহা, কৌশিক রায়। তবে এই ধারাবাহিকের নতুন সংযোজন ইন্দ্রাশিস রায়, যাঁকে আপনারা ‘ধুলোকণা’-এ মুখ্য চরিত্রে দেখেছেন। এখন প্রশ্ন একটাই, তবে কি ত্রিকোণ প্রেমের কাহিনি?শোনা যাচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপটেই নতুন ধারাবাহিকের গল্প সাজাচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়। তৃণা, কৌশিক এবং ইন্দ্রাশিস তিন জনেই আপাতত নিজের নিজের কাজে ব্যস্ত। তাই একসঙ্গে বসে চিত্রনাট্য পড়া হয়ে উঠছে না। তিন জনে একসঙ্গে বসলে তার পর সব কিছু ঠিক হবে। আবারও কি তবে তৃণার বিপরীতে কৌশিককেই দেখবেন দর্শক? তা নিয়ে ধোঁয়াশা রইলই।
Post a Comment