৫ বছর পর TET, কেমন হল প্রশ্নপত্র? কী বলছেন পরীক্ষার্থীরা
ODD বাংলা ডেস্ক: TET 2022-এর প্রশ্নপত্র নিয়ে ঠিক কী মন্তব্য করছেন পরীক্ষার্থীরা? কলকাতার হিন্দু স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় এক পরীক্ষার্থী বলেন, “চাকরি পাব কিনা জানি না। তবে প্রশ্নে খুশি। পরীক্ষা ভালো হয়েছে।” অপর এক পরীক্ষার্থী বলেন, “পরীক্ষা বেশ ভালো হয়েছে। আমরা সন্তুষ্ট।” চলতি বছর দুটি OMR শিট দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। একটি তাঁদের জমা দিতে হয়েছে। একটি OMR শিট নিয়ে তাঁদের পরীক্ষাকেন্দ্র থেকে বার হতে দেখা যায়। তাঁরা কী উত্তর দিয়েছেন সেই বিষয়টি এই শিটের কারণে আরও নিশ্চিত হতে পারবেন তাঁরা। এদিকে "প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্ন নিয়ে খুশি পরীক্ষার্থীরা...", TET পরীক্ষার পর মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা।
Post a Comment