অরুণিমাকে কামড়ানোর ঘটনায় শাস্তির মুখে পড়তে চলেছেন অভিযুক্ত মহিলা কনস্টেবল

ODD বাংলা ডেস্ক: স্কুলে চাকরির দাবিতে কলকাতার রাজপথে আন্দোলনকারীদের মধ্যে এক মহিলার হাতে কামড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মহিলা পুলিশকর্মী শাস্তির মুখে পড়তে চলেছেন।অভিযুক্ত মহিলা কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে লালবাজারের এক সদস্যের অনুসন্ধান কমিটি। কলকাতা পুলিশের দক্ষিণ ডিভিশনের ডেপুটি কমিশনার (২) বুদ্ধদেব মুখোপাধ্যায়ের ওই কমিটি গত সপ্তাহে অনুসন্ধান শেষ করে ডেপুটি কমিশনার (১) (দক্ষিণ)-কে রিপোর্ট দিয়েছেন। রিপোর্টে মহিলা চাকরিপ্রার্থীর অভিযোগকে মান্যতা দিয়ে অভিযুক্ত কনস্টেবল ইভা থাপার বিরুদ্ধে যে-বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে, তা বলবৎ করা হবে বলে লালবাজার জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.