‘ইগুয়াসু’ আর্জেন্টিনার ৮০ শতাংশ, ব্রাজিলের ২০ শতাংশ



 ODD বাংলা ডেস্ক: ইগুয়াসু একটি জলপ্রপাত। এটিকে গুয়ারিয়া জলপ্রপাতও বলা হয়। এই জলপ্রপাতের মালিকানা আর্জেন্টিনার ৮০ শতাংশ এবং ব্রাজিলের ২০%। দুইদেশের সীমান্ত এলাকায় এর অবস্থান।

এটিকে দক্ষিণ আমেরিকার একটি প্রাকৃতিক বিস্ময় বলা হয়। ইগুয়াসু নদী যেখানে পারানা নদীর সঙ্গে মিলিত হয়েছে, তার ২৪ কিলোমিটার পূর্বে ইগুয়াসু জলপ্রপাত অবস্থিত। পারানা মালভূমির ঢাল বেয়ে পাহাড়ি ঝরনাধারা নেমে এসে প্রায় ৭৩ মিটার নিচে পতিত হয়।


আকারে নায়াগ্রা জলপ্রপাতের চেয়ে বড়। বর্ষাকালে এটির প্রশস্ততা প্রায় ৪ কিলোমিটার-এ গিয়ে দাঁড়ায়, তবে শুষ্ক মৌসুমে এটি প্রায় ৭৩০ মিটার প্রস্থের দুইটি আলাদা জলপ্রপাত হিসেবে পতিত হয়।


ইগুয়াসুকে ‘ডেভিলস থ্রট’ নামে ডাকা হয়। ৮০ মিটার উঁচু থেকে পতিত এ জলপ্রপাত এক ধরণের মেঘের সৃষ্টি করে, যা সত্যিই রহস্যময়। ১৯৮৪ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। ২০১১ সালে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয় এই জলপ্রপাতটি।



উল্লেখ্য, ব্রাজিলের দক্ষিণে উরুগুয়ে; দক্ষিণ-পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে; পশ্চিমে বলিভিয়া ও পেরু; উত্তর-পশ্চিমে কলম্বিয়া; এবং উত্তরে ভেনেজুয়েলা, সুরিনাম, গায়ানা, এবং ফরাসি দেপার্ত্যমঁ ফরাসি গায়ানা অবস্থিত। ব্রাজিলের সঙ্গে ইকুয়েডর ও চিলি ছাড়া দক্ষিণ আমেরিকার সকল দেশের সঙ্গেই সীমান্ত সংযোগ রয়েছে।


আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি দেশ। দেশটির পশ্চিমে আন্দিজ পর্বতমালা এবং পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত, যার প্রতিবেশী দেশগুলি হলো পশ্চিমে চিলি, উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে এবং উত্তর-পূর্বে ব্রাজিল ও উরুগুয়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.