বস-এর কাছে ছুটি চেয়ে দরখাস্ত 'ওয়েব সিরিজ' দেখার জন্য! 'অ্যাপ্লিকেশন লেটার' ঝড় তুলেছে নেট পাড়ায়

 


ODD বাংলা ডেস্ক: বর্তমানের ব্যস্ত সময়ে 'কাজের চাপ' এমনই একটি জায়গায় পৌঁছেছে যে ইঁদুরদৌড়ের শেষে দিনান্তে ক্লানির থাবা শরীরকে যেমন গ্রাস করে, তেমনই মনকে গ্রাস করে। চাকরির ধরন আগের থেকে অনেকটাই পাল্টে গিয়েছে। ব্যবসায়িক ব্যস্ততাও একইভাবে যুগের সঙ্গে পাল্টাচ্ছে।


তেমনই পাল্টেছে মানুষের মনোরঞ্জনের উপায়গুলিও। অনেকেই বাড়িতে টিভিতে চিরাচরিত ইনফোটেনমেন্ট চ্যানেল না দেখে, নেটফ্লিক্স কিম্বা অ্যামাজনে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। এমনই এক ওয়েব সিরিজের ফ্যানের ঘটনা সদ্য সোশ্যাল মিডিয়ায় 'ট্রেন্ডিং'-এ!


নিজেদের ব্যস্তজীবনে 'মি টাইম' খুঁজে বের করা দুষ্কর! সেই জায়গায় নিত্য ব্যস্ততার মধ্যে ছুটি পেয়ে গেলে তো পোয়াবারো! এ পর্যন্ত ছুটির কারণ হিসাবে অনেক কিছুই শোনা গিয়েছে, কখনও অসুস্থতা, কখনও বেড়ানো, কখনও পারিবারিক অনুষ্ঠান সমেত নানান কারণ ছুটির আবেদনের জন্য উঠে এসেছে। এবার এক ব্যক্তি কেবল ওয়েব সিরিজ দেখবেন বলে ছুটির আবেদন করেছেন!


এমন ছুটির আবেদনকারী অভিষেক কুমার। জনৈক এই ব্যক্তির ওয়েব সিরিজ দেখার জন্য করা ছুটির আবেদন একেবারে ফরম্যাল ইমেলে তাঁর বস-এর কাছে পৌঁছেছে। ইমেলের স্ক্রিনশট শেয়ার হয়েছে টুইটারে। সেখানেই এক ব্যক্তি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ছুটি নেওয়ার বিষয়টিকে যাতে স্বাভাবিক ঘটনা হিসাবে দেখা হয়। শুধু অসুস্থতার জন্য ছুটি বা কোনও একটি কাজ আপনাকে ছাড়া হবে না, তার জন্য ছুটি বাতিল, এমন ভাবনা থেকে দূরে থাকার বার্তা দেন জনৈক সেই নেটিজেন। স্পষ্ট ইঙ্গিতে তিনি বার্তা দেন, কারণ যাই হোক, ছুটি নেওয়াটা স্বাভাবিক দিকের মতোই দেখা উচিত।


যে ইমেলের স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন, তাতে ওই আবেদনকারী তাঁর বস প্রতীক ও জুবেরকে উল্লেখ করে চিঠি লেখেন। সেখানে তিনি জানান, ওয়েব সিরিজ 'পিচার্স' দেখার জন্য তিনি ছুটি চান। সারা সপ্তাহে কাজের পর তিনি রাত জেগে দেখতে পারেন না পছন্দের ওয়েবসিরিজটি। আবার সমস্যা হচ্ছে, সপ্তাহান্ত পর্যন্তও তিনি অপেক্ষা করতে পারেন না সেটি দেখার জন্য।


সব মিলিয়ে তিনি জানান, শুধুমাত্র পছন্দের ওয়েব সিরিজ দেখার জন্যই এই ছুটি তিনি চান। আর তা যেন অনুমোদিত করা হয়। নেটপাড়া জুড়ে হইচই ফেলে দিয়েছে এমন ভাইরাল ছুটির আবেদন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.