বিশ্বকাপ মঞ্চে দীপিকার পরনে ছিল লুই ভিতোঁ জ্যাকেট
ODD বাংলা ডেস্ক: আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শুরুর আগে দৃশ্যটা দেখে অনেকেই চমকে গেছেন। মাঠের ভেতর বিশ্বকাপ ট্রফি নিয়ে গেছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আরো চমকপ্রদ বিষয় ছিল দীপিকার পরনে থাকা জ্যাকেট।
রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে সমাপনি অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন তিনি।
এদিন সাদা ফুল-স্লিভ শার্ট ও কালো রংঙের স্কার্টের উপর একটি বিশেষ ধরনের জ্যাকেট পরেছিলেন দীপিকা। সেই জ্যাকেট নিয়ে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছে। কেউ প্রশ্ন করলেন, প্লাস্টিক ব্যাগ পরেছ কেন? কেউ বললেন, গায়ে যেন স্লিং ব্যাগ ঝুলিয়েছে! কেউ আবার লিখেছেন, এরকম ডাফেল ব্যাগের মত পোশাক কেন পরেছেন দীপিকা?
দীপিকার খয়েরি রঙের লেদার জ্যাকেটের সামনের দিকে ছিল একাধিক চেইন ও কাঁধের কাছে লেদার ও উলের প্যাঁচওয়ার্ক। কোমরে কালো-সোনালি চওড়া বেল্ট। লুককে সম্পূর্ণ করতে দীপিকা এর সঙ্গে পরেছিলেন কালো রঙের বুট। ঠোঁট রাঙিয়েছিলেন গাঢ় লালে, হাতে ছিল কালো নেইলপলিশ। চুলে পরিপাটি খোঁপা ও মেকআপে এনেছিলেন উজ্জ্বল ফিনিশিং।
তবে সাজপোশাক নিয়েই সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। দীপিকার পরনের লেদার জ্যাকেটটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। প্লাস্টিকের ব্যাগের মতো দেখতে জ্যাকেট বলে অনেকেই কটাক্ষ করছেন।
দীপিকার পরনের জ্যাকেটটি ছিল পৃথিবী বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ’র। পার্টনারশিপের অংশ হিসেবে এই ব্র্যান্ড বিশেষ ট্রফি ট্রাংক তৈরি করে আসছে বিগত বেশ কয়েকটি আসর থেকেই। লুই ভিতোঁর ট্রফি ট্রাঙ্কেই রাখা ছিল বিশ্বকাপ ট্রফিটি। দীপিকা পাড়ুকোন এই ফ্যাশন ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবেই সেখানে উপস্থিত ছিলেন।
অভিনেত্রী-স্ত্রীর বিশ্বকাপ ট্রফি উন্মোচনের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রণবীর সিং। ক্যাপশনে লিখেছেন, ‘গর্ব বোধ করছি। আমার বাচ্চা।’ আরও লিখেছেন, ‘শুধু ওঁকে দেখছি। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ঝলমল করছে।’
এ দিন কালো শার্টের উপর মেরুন রঙের কোট পরে গ্যালারিতে দেখা মেলে রণবীরের। মাথায় সবুজ টুপি, চোখে রোদচশমা- এক্কেবারে স্বমেজাজে ধরা দিয়েছেন তিনি। অন্যদিকে কালো ওভারকোটে গ্ল্যামারাস লুকে ধরা দেন দীপিকা।
Post a Comment