হাতির কাণ্ডে ভেস্তে গেল নবদম্পতির ফটোশুট

 


ODD বাংলা ডেস্ক: মনের বিরুদ্ধে কাজ করতে গেলে যা হয় আরকি! কথায় আছে, বন্যেরা বনে সুন্দর। এই কথা হাড়ে হাড়ে টের পেলেন বিয়েতে আমন্ত্রিত অতিথিরা। 


পেশাদার ফটোগ্রাফারকে দিয়ে ছবি তোলা মাথায় ওঠে সদ্য বিবাহিতা দম্পতির। আসলে আচমকা মেজাজ হারায় হাতি। তারপর সব লণ্ডভণ্ড। ভয়ংকর সেই কাণ্ডের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতার কথাও ভিডিওতে জানিয়েছেন দম্পতি। 


যা ঘটেছিল সেদিন:ঘটনাটি ভারতের কেরালায় ঘটেছে। সদ্য বিবাহিত তরুণ-তরুণী ফটোগ্রাফারকে নিয়ে   হাতির সামনে দাঁড়িয়ে ফটোশুট করছিলেন। সবে হাতির সামনে হাসি মুখে পোজ দিচ্ছিলেন দম্পতি তখনই ভয়ংকর কাণ্ড ঘটে। আচমকা ক্ষেপে যায় গজরাজ। সে নিচে দাঁড়ানো এক মাহুতকে সুরে পেঁচিয়ে আক্রমণ করে। ঐ ব্যক্তি কোনওরকম হাতির সুর থেকে ছাড়া পান। যদিও তার জামা ছিঁড়ে যায়।


ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করেন দম্পতির পেশাদার ফটোগ্রাফার ‘ওয়েডিং মজিতো’। আচমকা হাতির হামলার অভিজ্ঞতার কথাও জানান নব বিবাহিতা তরুণ ও তরুণী। ভাইরাল হয় পুরো ভিডিও।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.