৮৭ তেও এম.এ পাস বৃদ্ধার! তাঁর লড়াইকে কুর্নিশ


ODD বাংলা ডেস্ক: মাস্টার্স ডিগ্রি অর্জন করে ইতিহাস গড়েছেন ৮৭ বছর বয়সী কানাডার এক মহিলা। বয়স যে কেবলই সংখ্যামাত্র, তা আবারও প্রমাণ করলেন এই মহিলা। কানাডার বাসিন্দা ভার্থ শানমুগানাথন ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি এই ডিগ্রি অর্জন করেছেন ৮৭ বছর বয়সে। তার এই কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।ভার্থ শানমুগানাথন জন্মসূত্রে ভারতীয়। দেশে থেকেই তার পড়াশোনা শুরু হয়। এরপর ইউনিভার্সিটি অফ সিলন থেকে ডিপ্লোমা করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তা অর্জন করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিরবেক কলেজ থেকে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে, তিনি কানাডায় পাকাপাকিভাবে থাকতে শুরু করেন।ভার্থ শানমুগানাথনের এই অর্জনের প্রশংসার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে ভার্থের প্রশংসার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়েছে লেখাপড়ার প্রতি আগ্রহ থাকলে যে কোন কিছুই সম্ভব, তা প্রমাণ করেছেন তিনি। ভার্থ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তিনি এখন কানাডার গর্ব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.