বিয়েতে ভয়! এই ৫ রাশির মন শুধু লিভ-ইন সম্পর্কেই

 


ODD বাংলা ডেস্ক: বিয়ে করে সংসার করার ইচ্ছা নেই, লিভ-ইন সম্পর্কের প্রতি ঝোঁক বেশি? এমন কিছু শুনলেই অনেকের চোখ কপালে ওঠে। কিন্তু এখন বহু যুবক-যুবতীর মধ্যেই লিভ-ইন রিলেশানের প্রতি ঝোঁক বাড়ছে। দাম্পত্য সম্পর্কের দায়দায়িত্ব এড়িয়ে লিভ-ইনের মাধ্যমে নিজের প্রিয় মানুষের সঙ্গে বসবাস করার ইচ্ছা রয়েছে এঁদের মধ্যে। জ্যোতিষ শাস্ত্রে এমন কয়েকটি রাশির উল্লেখ পাওয়া যায়, যার জাতকরা বিয়ের পরিবর্তে লিভ-ইন বেছে নেন। তাঁদের ধারণা এ ভাবে সম্পর্কে জড়ালে তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটাতে পারবেন বেশি। আবার কোনও দায়বদ্ধতা না-থাকায় আবেগপ্রবণতা, কষ্ট পাওয়ার মতো অনুভূতিগুলিও এড়িয়ে যাওয়া যায় বলে তাঁদের ধারণা। কোন রাশির জাতকরা বিয়ের পরিবর্তে লিভ-ইন-এ থাকতে ভালোবাসেন দেখে নিন।


​বৃষ রাশি 

এই রাশির জাতকরা যে কোনও সম্পর্ক গড়ে তোলার আগে ভালোভাবে চিন্তাভাবনা করেন। প্রথম স্পর্শ বা চুম্বনের আগে অনেক সময় নেন এঁরা। এমনকি নিজে নিশ্চিত না-হওয়া পর্যন্ত কাউকে কিছুই জানান না। অবশেষে বৃষ রাশির জাতকরা বিয়ের পরিবর্তে লিভ-ইনকেই বেছে নেন। কারণ এই রাশির জাতকরা নিজের স্বাধীনতাকে প্রাথমিকতা প্রদান করে থাকেন। বৃষ জাতকরা প্রায়ি নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই বিয়ের আগে সঙ্গীকে ভালো ভাবে বুঝে নিতে লিভ-ইন সম্পর্কে আবদ্ধ হন।


​কন্য়া রাশি 

বিয়ের চিন্তাভাবনা দূর দূর পর্যন্তও এঁদের মাথায় আসে না। তার পরিবর্তে ডেট করে যেতেই বেশি ভালোবাসেন এঁরা। সঙ্গী এঁদের ভালোবাসেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে প্রচুর সময় ব্যয় করেন কন্যা জাতকরা। অনেক সময় মাসের পর মাসও লেগে যেতে পারে। এঁরা বিয়ে না-করে লিভ-ইন করতেই বেশি ভালোবাসেন। বিয়ে করার আগে এঁরা সঙ্গীর আচরণ, ব্যবহার ভালোভাবে পর্যালোচনা করে দেখেন। এর ফলে কন্যা রাশির জাতকরা ক্রমশই স্থায়ী, ভারসাম্যযুক্ত লিভ-ইন সম্পর্ক গড়ে তোলে।


​মকর রাশি 

এই রাশির জাতকরা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য প্রচুর সময় নেন। যাঁর সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা দেখেন, শুধু সেই ব্যক্তির সঙ্গেই ভালোবাসার সম্পর্কে জড়ান। তাই এঁরা বিয়ে করার পরিবর্তে লিভ-ইন রিলেশানে থাকতে বেশি ভালোবাসেন। অনেক সময় যাঁদের সঙ্গে লিভ-ইন করছেন, তাঁদের পক্ষেও মকর জাতকদের ডেট করা অত্যন্ত চ্য়ালেঞ্জিং হয়ে পড়ে। কারণ মকর জাতকরা এই সম্পর্ককেও অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করে থাকেন। আবার এর মাধ্যমেই স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চান এঁরা। বিয়ের করার আগে এঁরা সঙ্গী ও তাঁদের সম্পর্কের পরীক্ষা নিয়ে থাকেন। সমস্ত কিছু ঠিকঠাক চললেই এগিয়ে যান।


​কুম্ভ রাশি 

আত্মকেন্দ্রীক হন এই রাশির জাতকরা। এ কারণে লিভ-ইনের প্রতি অধিক আগ্রহী থাকেন কুম্ভ রাশির জাতকরা। নিজের জীবনে কোনও এক ব্যক্তিকে প্রাধান্য দিতে, তাঁদের বুঝতে ও সেই ব্যক্তির প্রতি ভালোবাসা গড়ে তুলতে অনেক সময় ব্যয় করেন কুম্ভ জাতকরা। এ কারণে লিভ-ইন সম্পর্ককেই বেছে নেন তাঁরা। কুম্ভ জাতকরা মনে করেন যে বিয়ে করলে সমস্ত স্বাধীনতা হারিয়ে ফেলবেন। এঁরা নিজের মতো করে জীবনযাপন করতে ভালোবাসেন। যাঁরা তাঁদের এই ভালোলাগাগুলির সঙ্গে মানিয়ে নিতে পারেন, তাঁদেরকেই সঙ্গী হিসেবে বেছে নেন।


​মীন রাশি 

এই রাশির জাতকরা স্লথ গতিতে এগোতে ভালোবাসেন। এঁরা বিয়ে করে দাম্পত্য সম্পর্কে জড়ানোর পরিবর্তে পছন্দের মানুষের সঙ্গে লিভ-ইন রিলেশানে থাকতে বেশি ভালোবাসেন। এই রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ। মন ভাঙার ভয় এঁরা ত্রস্ত থাকেন। তাই এই পথে না-হেঁটে লিভ-ইন সম্পর্কেই জড়াতে চান মীন রাশির জাতকরা। কারণ এর মাধ্যমেই নিজের জন্য উপযুক্ত ও সেরা সঙ্গীর সন্ধান করেন। এই রাশির জাতকরা যে কোনও সম্পর্কে নিশ্চয়তা, স্নেহ ও যত্ন কামনা করেন। পরিবর্তে নিজের সঙ্গীকেও তাই দিয়ে থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.