অভিষেককে সঙ্গে নিয়ে আজই মেঘালয়ে মমতা
ODD বাংলা ডেস্ক: এবার তিনদিনের মেঘালয়ে সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে সঙ্গে নিয়ে আজই মেঘালয়ে পৌঁছচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই উত্তর-পূর্বের এই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে মেঘালয়ে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোই চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। ঝটিকা এই সফরে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা-অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরের কয়েকদিন আগেই মেঘালয়ে পৌঁছেছেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। দলের তরফে মেঘালয়ের দায়িত্ব মানসের কাঁধেই সঁপেছেন তৃণমূল সু্পিমো। দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে ঢালাো উদ্যোগ নিয়েছে মেঘালয় তৃণমূল কংগ্রেস। শিলংয়ে আজ দুপুরে বর্ণাঢ্য ঢঙে স্বাগত জানানো হবে মমতা-অভিষেককে।
Post a Comment