হাওড়ার ৩৮ ঘণ্টা চলবে না ট্রেন, বন্দে ভারতের উদ্বোধনে আসছেন নরেন্দ্র মোদী

ODD বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তাজনিত কারণে ৩৮ ঘণ্টা হাওড়া স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানাল পূর্ব রেল। তবে সেইসময় কোনও ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়নি।বুধবার পূর্ব রেলের তরফে বলা হয়েছে, ‘হাওড়া স্টেশনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তাজনিত কারণে ২৯ ডিসেম্বর (ইংরেজি মতে) রাত ১২ টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২ টো পর্যন্ত হাওড়া স্টেশনের নয়া কমপ্লেক্সের ২১, ২২ এবং ২৩ প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ওই তিনটি প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনগুলি ছাড়ার কথা ছিল, সেগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়া হবে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.