ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর তুষার ঝড়! মৃত ৫৯, প্রতি মুহূর্তে প্রাণনাশের আশঙ্কা
ODD বাংলা ডেস্ক: উত্তর ফ্লোরিয়ায় লাগাতর তুষারপাত চলছে ৷ আমেরিকার আবহাওয়ার দফতরের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই রকমের তুমুল ঠান্ডা পড়লে ত্বক সহজেই খারাপ হয়ে যাবে৷ তুষার ঝড়ের ফলে এত বরফ ছড়িয়ে পড়েছে নায়াগ্রা জলপ্রপাত অত্যন্ত শান্ত হয়ে গিয়েছে ৷ সেখানে এক বিন্দুও জল মিলছে না ৷ হাড় কাঁপানো ঠান্ডায় তুষার ঝড় বিশাল জলপ্রপাত জমে গিয়েছে ৷ আমেরিকায় রেকর্ড তুষারপাত ৷ শীতের পরিবেশকে আরও কয়েকগুণ বৃদ্ধি করেছে ৷ ঘরবাড়ি রাস্তাঘাটে বরফ জমে গিয়েছে ৷ এই বরফের ঝড় আমেরিকার ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর ও ভয়ানক আকার ধারণ করেছে৷বন্ধ ট্রেন বাতিল বহু উড়ান ৷ বড়দিনের ছুটির আগে তুষার ঝড়ের প্রভাবে উত্তর আমেরিয়ায় ঠান্ডা পৌঁছেছে চরমে ৷ পশ্চিম কানাডায় তাপমাত্রা -৫৩ ডিগ্রি, (৬৩ ফারেহাইট) পর্যন্ত নেমেছে৷ সব মিলিয়ে ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মুখোমুখি আমেরিকা ৷ প্রতীকী ছবি ৷
Post a Comment