ত্বকের যত্নে ব্যবহার করুন মৌরির ফেসপ্যাক, জেনে নিন কীভাবে বানাবেন
ODD বাংলা ডেস্ক: প্রায় সব বাড়ির হেঁশেলেই সারাক্ষণ মজুত থাকে মৌরি। হজমের সমস্যা দূর করতে, শরীর ঠান্ডা রাখতে কিংবা একাধিক রান্নার পদে স্বাদ ফেরাতে প্রায় সকলেই মৌরি খেয়ে থাকেন। এবার ত্বকের যত্নে ব্যবহার করুন মৌরি। রূপচর্চায় এবার ব্যবহার করুন মৌরি। মৌরি দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। জেনে নিন কীভাবে বানাবেন।
মৌরি ও ওটস দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। মৌরি (১ টেবিল চামচ), ওটস (২ টেবিল চামচ) এবং গরম জল (আধ কাপ)। প্রথমে ওটস মিহি করে বেটে নিন। এবার মৌরিও বেটে নিন। একটি পাত্রে মৌরি ও ওটস ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে মেশান গরম জল। ভালো করে বেটে নিন। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন বানাতে পারেন ওটস ও মৌরির প্যাক।
একটি পাত্রে জল নিন। তা গরম হলে তাতে দিন মৌরি। ফুটে গেলে গ্যাস বন্ধ করে নিন। এবার তা ছেঁকে নিন। এবার ঠান্ডা হলে তা তুলোয় করে মুখে লাগান। বেশ কিছুক্ষণ রাখার পর তা ধুয়ে নিন। মিলবে উপকার। মৌরি টোনার হিসেবে কাজ করুন। ত্বক নরম করতে ও ত্বকে জেল্লা আনতে ব্যবহার করতে পারেন মৌরির টোনার।
মধু ও মৌরি দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। অল্প পরিমাণ মৌরি নিয়ে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন মধু ও মৌরির ফেস প্যাক। এই প্যাক ত্বকের জন্য বেশ উপকারী।
মৌরির জলে স্টিম নিতে পারেন। একটি পাত্রে জল নিন। তা গরম হলে তাতে দিন মৌরি। ফুটে গেলে গ্যাস বন্ধ করে নিন। এবার সেই জলের ভাপ নিন। মৌরির জল ত্বকের জন্য বেশ উপকারী। সপ্তাহে ২ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এই প্যাক।
ত্বকের যত্নে অনেকেই ব্যবহার করেন ঘরোয়া টোটকা। বেসন থেকে শুরু করে পাতিলেবুর রস অনেকে ব্যবহার করেন। তেমনই অনেকে ব্যবহার করে থাকেন ওটস। আবার অনেকে ব্যবহার করেন মধুর মতো উপাদান। এবার ত্বকের যত্নে ব্যবহার করুন মৌরির ফেস প্যাক। এটি ত্বকের জন্য বেশ উপকারী।
Post a Comment