শীতে একাধিক সমস্যা সমাধান হবে সরষের তেলের গুণে, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

 


ODD বাংলা ডেস্ক: ত্বক, চুল কিংবা নখের যত্ন নিয়ে সামান্য কসরত করতে ছাড়েন না কেউই। ত্বকের যত্ন নিতে কিংবা চুল মজবুত করতে আমরা সকলেই কোনও না কোনও পদ্ধতি অনুসরণ করে থাকি। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন, কেউ ব্যবহার করেন ঘরোয়া টোটকা তো কেউ নিয়মিত পার্লার যান। এবার এই সব না করে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর। শীতের মরশুমে একের পর এক সমস্যা চলতেই থাকে। ত্বক ফাটা, পা ফাটা থেকে শুরু করে চুলে রুক্ষ্ম ভাব কিংবা খুশকির মতো সমস্যা লেগে থাকে। আবার কারও কারও জয়েন্ট পেইন হন। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে সরষের তেল ব্যবহার করুন। জেনে নিন শীতের মরশুমে সরষের তেল আপনার জন্য কতটা উপকারী।


গাঁটের ব্যথা উপসম করতে সরষের তেল ব্যবহার করতে পারেন। শীতের সময় অনেকেই গাঁটের ব্যথায় ভোগেন। এর থেকে মুক্তি পেতে চাইলে সরষের তেল দিয়ে ম্যাসাজ করুন। এই তেলে থাকা একাধিক গুণ গাঁটের ব্যথা দূর করবে। এতে মিলবে উপকার।


চুল পড়া বন্ধ করতে সরষের তেল ব্যবহার করতে পারেন। শীতের মরশুমে চুল পড়া খুবই সাধারণ বিষয়। এই সময় খুশকি, শুষ্ক চুল, রুক্ষ্ম ভাব দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে সরষের তেল দিয়ে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।


নখের যত্নে ব্যবহার করতে পারেন সরষের তেল। এই তেল দুর্বল নখের সমস্যা দূর করে। এই তেল নখে লাগিয়ে ম্যাসাজ করুন। বেশ কিছুক্ষণ পর ধুয়ে নিলে মিলবে উপকার।


শরীরে রক্ত চলাচল ঠিক থাকবে সরষের তেলের গুণে। শিশুর মালিশের জন্য সরষের তেলের ব্যবহার বহু যুগ ধরে হয়ে আসছে। এটি বাচ্চার হাড় ও পেশি শক্ত করে। সঙ্গে শরীর গরম রাখে। বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তেলে মালিশ করলে বাচ্চার শরীর থাকে সুস্থ।


মেনে চলুন এই সকল বিশেষ টোটকা। শীতে রূপচর্চায় ও স্বাস্থ্যের উন্নতি করতে ব্যবহার করুন সরষের তেল। এই তেল একাধিক সমস্যা থেকে মুক্তি দেবে। প্রতিদিন ব্যবহার করতে পারেন এই তেল। তেলে রয়েছে নানান উপকারী উপাদান। যা শীতে একাধিক সমস্যা সমাধান করবে। এবার যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.