ট্যান দূর করতে ও ত্বক নরম করতে ব্যবহার করুন এই বিশেষ অ্যান্টি ট্যান ফেসপ্যাক, রইল টোটকা
ODD বাংলা ডেস্ক: শীতের মরশুমে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না। এই কারণে দ্রুত ত্বকে দেখা দেয় ট্যানের সমস্যা। তেমনই অনেকে এই সময় কোল্ড ক্রিম মেখে বাইরে বের হয়। এতে মুখ কালো দেখায়। শীতের মরশুমে ত্বকের নিন বিশেষ যত্ন। আজ রইল একটি বিশেষ প্যাকে হদিশ। ত্বকের যে কোনও কালো ছোপ দূর করতে ব্যবহার করুন এই বিশেষ অ্যান্টি ট্যান ফেসপ্যাক, রইল টোটকা। জেনে নিন কীভাবে বানাবেন এমন প্যাক।
দই, জাফরান ও বেসন দিনে বানিয়ে ফেলুন অ্যান্টি ট্যান ফেসপ্যাক। একটি পাত্রে ২ টেবিল চামচ দই নিন। তাতে মেশান ১ টেবিল চামচ বেসন। এবার মেশান পরিমাণ মতো জাফরান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি এবার মুখে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঘষে মুখ ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন এই প্যাক। ট্যান দূর করতে ও ত্বক নরম করতে ব্যবহার করুন এই বিশেষ অ্যান্টি ট্যান ফেসপ্যাক। এতে থাকা কেশর দ্রুত ট্যান দূর করে। বেসন রোমকূপে জমে থাকা নোংরা বের করে। আর দই ত্বক নরম করে। মেনে চলুন এই বিশেষ টিপস। শীতের জন্য উপযুক্ত প্যাক হল দই, জাফরান ও বেসনের তৈরি এই প্যাক। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক।
তেমনই শীতের সময় ট্যান দূর করতে দুধ ও পাতিলেবুর প্যাক লাগাতে পারেন। একটি পাত্রে দুধ নিন। এবার তাতে মেশান পাতিলেবুর রস। এবার এই মিশ্রণটি তুলোয় করে হাতে ও মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মুহূর্তে ট্যান দূর হয় এই প্যাকের গুণে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন দুধ ও পাতিলেবুর প্যাক। এটি ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। দূর হবে যাবতীয় ত্বকের সমস্যা। আর দুধের গুণে ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে।
তেমনই শীতের সময় দই ও টমেটোর প্যাক ব্যবহার করতে পারেন। টমেটোর ভিতরের অংশ কেটে জেল বের করে নিন। এবার তার সঙ্গে মেশান টক দই। ভালো করে দই ও টমেটো মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এটি ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। দূর হবে ট্যানের সমস্যা। ট্যান দূর করতে ও ত্বক নরম করতে ব্যবহার করুন এই সকল বিশেষ অ্যান্টি ট্যান ফেসপ্যাক।
Post a Comment