শীতে স্ট্রবেরি ফেসমাস্কের গুণে ত্বকে আসবে জেল্লা, ঠান্ডার মরশুমে এই বিশেষ ভাবে বানান ফেসমাস্ক
ODD বাংলা ডেস্ক: শীত মানেই রুক্ষ্ম ত্বকের সমস্যা। এই সময় ত্বক ফাটা, চুলকানি, শুষ্ক ভাব থেকে নানান সমস্যা দেখে দেয়। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অনেকেই স্থির করতে পারেন না। কেউ ত্বকে যত্নে ব্যবহার করেন বাজার চলতি পণ্য। কেউ ব্যবহার করেন ঘরোয়া টোটকা তো কেউ পার্লারে গিয়ে বিশেষ কোনও ফেসিয়াল করান। এবার ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে স্ট্রবেরির গুণে। ত্বকের যত্নে অনেকেই স্ট্রবেরি ব্যবহার করেন। তবে, শীতের মরশুমে ত্বকের সমস্যা সমাধানে এই বিশেষ ভাবে ব্যবহার করুন স্ট্রবেরি। জেনে নিন কীভাবে বানাবেন।
স্ট্রবেরি ও ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি করে ফেলুন ফেসমাস্ক। স্ট্রবেরির সবুজ অংশ কেটে বাদ দিয়ে দিন। এবার তা ব্লেন্ড করে নিন। এই মিশ্রণের সঙ্গে মেশান ফ্রেশ ক্রিম। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘুয়ে নিন। শীতে ত্বকের যত্ন নিতে বেশ উপকারী এই প্যাক।
স্ট্রবেরি ও ভিটামিন ই দিয়ে বানাতে পারেন ফেসমাস্ক। স্ট্রবেরি প্রথমে ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে নিন। এবার সেই রসের সঙ্গে মেশান ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে নিন। তুলোয় করে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
স্ট্রবেরি ও চকোলেট দিয়ে বানিয়ে নিন ফেসমাস্ক। স্ট্রবেরি প্রথমে ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান কোকো পাউডার। মেশান পরিমাণ মতো মধু। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার
স্ট্রবেরি ও লেবুর রস দিয়ে বানিয়ে নিন ফেসমাস্ক। স্ট্রবেরি প্রথমে ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে নিন। সেই স্ট্রবেরির রসে সঙ্গে মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।
দই ও স্ট্রবেরির প্যাক লাগাতে পারেন। স্ট্রবেরি কেটে তা ব্লেন্ড করে নিন। মিশ্রণটি সঙ্গে মেশান দই। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল। শীতে ত্বকের সমস্যা মুহূর্তে দূর হবে। এবার,শীতে স্ট্রবেরি ফেসমাস্কের গুণে ত্বকে আসবে জেল্লা, ঠান্ডার মরশুমে এই বিশেষ ভাবে বানান প্যাক।
Post a Comment