'মর্নিং ওয়াকে গিয়ে বিবৃতি দিই না', দিলীপকেই খোঁচা শুভেন্দুর? অস্বস্তিতে বিজেপি

ODD বাংলা ডেস্ক: ডিসেম্বর মাসে 'পরপর ধামকা হবে' বলে চ্যালেঞ্জ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দেওয়া তারিখ গুলির তালিকায় ছিল  ১২ ডিসেম্বর। ওদিকে "রাজনৈতিকভাবে ১২ ডিসেম্বর দিনটির কোনও গুরুত্ব নেই।" দিল্লিতে মন্তব্য করেন বিজেপি নেতা ও সাংসদ দিলীপ ঘোষ। রাতেই অবশ্য় হাজরার সভা থেকে দিলীপের কটাক্ষের জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও। দিলীপের নাম না করেই শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য়, 'সকালে হাঁটতে গিয়ে সংবাদমাধ্য়মে বিবৃতি দিই না। যা বলি ভেবে বলি।'শুভেন্দুর নিশানায় যে দিলীপই, তা বুঝতে সমস্য়া হয়নি রাজনৈতিক মহলের। কারণ কলকাতায় হোক জেলায়, এ রাজ্য়ে থাকলে নিয়মিত প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ। মর্নিং ওয়াকের ফাঁকেই সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.