সম্পত্তির লোভে খুন! বর্ষীয়ান অভিনেত্রীকে পিটিয়ে মারল ছেলে
ODD বাংলা ডেস্ক: মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী বীণা কপুরকে পিটিয়ে মারার অভিযোগ তাঁরই ছেলের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর পুলিশও একে খুনের ঘটনা বলে দাবি করেছে। তদন্তকারীদের দাবি, সম্পত্তির জন্যই বীণাকে নৃশংসভাবে হত্যা করে তাঁর ছেলে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, একটি বেসবল ব্যাট দিয়ে মাকে ক্রমাগত পিটিয়ে খুন করে অভিযুক্ত। এরপর তাঁর দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে ৯০ কিলোমিটার দূরের এক পরিত্যক্ত জঙ্গলে ফেলে দিয়ে আসে সে। মুম্বইয়ের জুহু এলাকায় এহেন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বিস্মিত মহারাষ্ট্র সহ গোটা দেশ।
Post a Comment