ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রিতে!
ODD বাংলা ডেস্ক: কাউন্টডাউন শুরু! হাতে আর মাত্র ১৪ দিন। এরপরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে চলেছে শীত। তার আগে ফের একবার নিম্নমুখী তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। বাড়তে বাড়তে ২১-এর ঘরে পৌঁছায় তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, শুক্রবার তা নেমে একধাক্কায় হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে।ডিসেম্বর মাসের ১৫ তারিখের পর রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার ইঙ্গিত। অর্থাৎ জাঁকিয়ে পড়তে চলেছে শীত। যদিও মাঝে মধ্যেই শীতের পথে বাধা হয়ে দাঁড়ায় ঝঞ্ঝা। এক্ষেত্রে কি আবহাওয়ার খামখেয়ালিপনায় হারিয়ে যাবে ঠান্ডা? আবহাওয়াবিদরা অবশ্য এক্ষেত্রে আশার আলো দেখাচ্ছেন। তাঁরা বলছেন, অন্য কোনো বাধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের স্থায়ী ইনিংস চলবে। তার আগে শীতের একটি ছোট ইনিংস চলবে।
Post a Comment