হিন্দিভাষীদের জোর করে বাংলা বলানো যাবে না, জানাল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন

ODD বাংলা ডেস্ক: বাংলা বলতে পারেন না-এমন হিন্দি অথবা উর্দুভাষীকে জোর করে বাংলায় কথা বলানো অপরাধ। বিশ্ব সংখ‌্যালঘু অধিকার দিবসের প্রাক্কালে এমনটাই জানালো পশ্চিমবঙ্গ সংখ‌্যালঘু কমিশন। আগামী ১৮ ডিসেম্বর খাদ‌্যভবনে পালিত হতে চলেছে ওয়র্ল্ড মাইনরিটিজ রাইটস ডে। পালিত হবে এই অনুষ্ঠান।বৃহস্পতিবার এই অনুষ্ঠানের ঘোষণায় হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সংখ‌্যালঘু কমিশনের চেয়ারপার্সন প্রাক্তন সাংসদ মুমতাজ সংঘমিত্রা। তিনি জানিয়েছেন, মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পারশি ধর্মালম্বীরা এ রাজ্যে সংখ‌্যালঘু তালিকায় রয়েছেন। একইরকম ভাষাগতভাবেও সংখ‌্যালঘু রয়েছে এ রাজ্যে। সংখ‌্যালঘু কমিশনের তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে যাঁরা উর্দু, হিন্দি, নেপালি, গুরুমুখী, ওড়িয়া, সাঁওতালি ভাষায় কথা বলেন তাঁরা লিঙ্গুইস্টিক মাইনরিটির তালিকায়। যদি এঁদের ভাষাগতভাবে কোনওরকম সমস‌্যা হয়, তাহলে এঁরা অভিযোগ জানাতে পারেন মাইনরিটি কমিশনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.