সপ্তাহান্তে জাঁকিয়ে শীত! নিম্নচাপের প্রভাব কতটা পড়বে কলকাতায়
ODD বাংলা ডেস্ক: বছর শেষে শীতের কনকনে আমেজের অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী। মন্দৌসের প্রভাবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রার পারদ সামান্য বেড়েছিল। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আশ্বাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Post a Comment