সোমবার থেকেই বিরাট বদল আবহাওয়ায়, ঘূর্ণিঝড় মন্দৌস নিয়ে বড় আপডেট


ODD বাংলা ডেস্ক: বাংলায় জাঁকিয়ে ঠান্ডা এখনও অধরাই। হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি এখনও। ঘূর্ণিঝড় মনদৌসের জন্য টানা বৃষ্টিপাতও হচ্ছে চেন্নাইতে। আবহাওয়ার পরিস্থিতি বদলের সম্ভাবনাও রবিবার বিশেষ নেই। চেন্নাইয়ে আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস। সোমবার থেকে কিছুটা বদলাবে পরিস্থিতি। এদিকে, কলকাতায় আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। শনিবারের তুলনায় সামান্য বেড়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা এদিন হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা ২ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।চেন্নাইয়ের পাশাপাশি কৃষ্ণগিরি, ধর্মপুর, সালেমেও অঞ্চলে প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড়। চলবে বৃষ্টিপাতও। সোমবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.