এই অক্ষরই ২০২৩ কে শুভ করবে! নিজের রাশি অনুযায়ী জেনে নিন
ODD বাংলা ডেস্ক: অনেকেই নতুন বছরে নতুন কিছু করার পরিকল্পনা করে রেখেছেন। কেউ কেউ হয়তো ২০২৩-এ নিজের ব্যবসা শুরু করতে পারেন। আবার কেউ শুভ কাজ করার বিষয় চিন্তাভাবনা করতে পারেন। ব্যবসায়িক সংগঠনের জন্য নাম ভেবে রেখেছেন নিশ্চয়ই। আবার কোনও নতুন কাজ শুরু করতে চাইলে সে ক্ষেত্রে ও নামের আদ্যক্ষর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে শুভ আদ্যক্ষর জানার পর যেমন আমরা সন্তানের নামকরণ করি, তেমনই অনেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামও জ্যোতিষ পরামর্শে রাখেন অনেকেই। শুধু তাই নয়, কেউ কেউ আবার কোনও কাজ শুরু করার সময়ে শখ করে তার একটি নাম রাখেন। জ্যোতিষ বলছে শুভ অক্ষর দিয়ে নাম রাখলে সেই কাজে উন্নতি ও সমৃদ্ধি লাভের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। ২০২৩ সালে কোন আদ্যক্ষর আপনার জন্য শুভ, তা জানার পর নামকরণ করলে অধিক সুফল লাভ করতে পারবেন। এর ফলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। পাশাপাশি কাজে সাফল্য পাবেন। ২০২৩ সালে রাশি অনুযায়ী আপনার শুভ অক্ষরগুলি জেনে নেওয়া যাক।
মেষ রাশি
এই রাশির জাতকদের ওপর বুধের গোচর ইতিবাচক প্রভাব বিস্তার করবে। বাবা ও ছোট ভাই-বোনের সম্পূর্ণ সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। এ সময় নিজের বাবার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আর্থিক দিক দিয়ে এই গোচর আপনার জন্য শুভ ফলাফল নিয়ে আসছে। ব্যবসায়ীদের কাছ থেকেও ভালো সওদা লাভ করতে পারেন। আবার এই রাশির চাকরিজীবী জাতকরাও ভালো সুযোগ পাবেন। প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করুন ও তুলসী পাতা খান।
বৃষ রাশি
বুধের গোচরের ফলে আপনাদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এ সময় ত্বকের সমস্যা দেখা দিতে পারে। এমনকি বাড়িতেও কারও স্বাস্থ্য দুর্বল হতে পারে। ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে, তাই বেশি করে জল খান। কুঅভ্যাস এড়িয়ে যান ও নিজের কাজে মনোনিবেশ করুন। এ সময় কোনও কারণে আপনার মনের মধ্যে ভয় থাকতে পারে। আর্থিক বিষয়ে ঝুঁকি নেবেন না ও কোনও ধরনের লগ্নি থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মী ও আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করুন। বৃহন্নলাদের সবুজ পোশাক দান করলে সুফল পাবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য বুধের গোচর অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির জাতকরা বিবাহ সংক্রান্ত সুসংবাদ লাভ করবেন। আবার এই রাশির যে জাতকরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা নিজের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন। ব্যবসায় নতুন অংশীদারের সন্ধান পাবেন এই রাশির জাতকরা। তবে এ সময় নিজের স্বাস্থ্যের প্রতি অধিক যত্ন নিন। খাওয়া-দাওয়ার যত্ন নিন ও শয়নকক্ষে প্রতিদিন টাটকা ফুল লাগান।
কর্কট রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী বুধের গোচরের ফলে কর্কট রাশির জাতকদের ওপর প্রতিকূল প্রভাব পড়বে। কোনও কারণে মানসিক অবসাদ হতে পারে। হতাশ থাকবেন এই রাশির জাতকরা। রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে, তাই সাবধানে থাকুন। বিরোধীদের থেকে সতর্ক থাকুন। কারণ তাঁরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। যে কর্কট জাতকরা ঋণ নেওয়ার চেষ্টা করছেন, তাঁরা কিছু সমস্যার মুখে পড়তে পারে। যে কোনও কারণে ঋণ নিতে হতে পারে। সঞ্চিত অর্থ কমবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তাঁদের সহযোগিতা লাভ করবেন। আবার এ সময় কোনও মহিলা বন্ধু বা আত্মীয়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। গোরুকে সবুজ ঘাস খাওয়ালে সুফল পাবেন।
সিংহ রাশি
বুধের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকরা লাভবান হবেন। সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। যে ছাত্ররা উচ্চশিক্ষার জন্য নামী প্রতিষ্ঠানে ভরতি হতে চান, তাঁরা এ সময় কোনও তথ্য পেতে পারেন। আবার এই রাশির যে ছাত্ররা শিক্ষকতা ও মাস কমিউনিকেশনের সঙ্গে যুক্ত তাঁরা সাফল্য লাভ করতে পারেন। সন্তান লাভের চেষ্টা করতে পারেন এবং ভালো সংবাদও পাবেন। দেবী সরস্বতী পুজো ও শুক্রবার ৫টি লাল ফুল নিবেদন করলে শুভ শক্তি বৃদ্ধি পাবে।
কন্যা রাশি
এই রাশির জাতকরাও বুধের গোচরের প্রভাবে শুভ ফলাফল লাভ করবেন। বুধের প্রভাবে কন্যা রাশির জাতকরা চাকরি সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন। এ সময় সোনা-রুপো কিনতে পারেন। গাড়ি কিনতে পারেন। এ সময় সন্তানের পড়াশোনার জন্য চিন্তিত থাকতে পারেন। কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন। প্রতি শুক্রবার লক্ষ্মীর পুজো করুন।
তুলা রাশি
বুধের রাশি পরিবর্তন আপনাদের জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। সাহসের অভাব দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। তবে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার থাকলে তা এখন এড়িয়ে চলুন। আবার বুধের কারণে নিজের বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে তুলা রাশির জাতকদের। এ সময় কারও কথায় আহত হবেন না। প্র্যাক্টিক্যাল থেকে কাজ করুন। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করবেন না। আবার কোনও কাজে সাফল্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। মঙ্গলবার গুড় খেয়ে বাড়ি থেকে বের হবেন।
বৃশ্চিক রাশি
এই রাশির ওপর বুধের গোচরের বিশেষ প্রভাব পড়তে চলেছে। আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। এ সময় আকস্মিক ধন লাভ করতে পারেন। পারিবারিক সম্পর্ক উন্নত হবে। আবার এই রাশির যে জাতকরা বিয়ের কথা চিন্তাভাবনা করছেন, তাঁদের প্রচেষ্টা সফল হবে। আপনজনদের থেকে সাবধানে থাকতে হবে। কারণ প্রতারণার শিকার হতে পারেন। কালো বিউলির ডাল দান করুন।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা কোনও শুভ সংবাদ লাভ করতে পারেন। আবার ধনু রাশির যে জাতকরা আমদানি-রফতানির সঙ্গে জড়িত, তাঁদের জন্য সময় খুব ভালো প্রমাণিত হবে। পরিশ্রমের ফলে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। আবার বুধের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির ছাত্ররা সাফল্য লাভ করতে পারেন। আবার বিবাহিত জাতকদের জীবন সুখ-শান্তিতে ভরে থাকবে। আপনাদের গণেশের পুজো ও দূর্বা অর্পণের পরামর্শ দেওয়া হচ্ছে।
মকর রাশি
আপনার রাশির একাদশ স্থানে বুধের গোচর হতে চলেছে। এ সময় আপনাদের ব্যয় ক্রমশ বেড়ে যেতে পারে। অর্থ সঞ্চয়ে সমস্যা দেখা দিতে পারে। এমনকি সম্পর্কে তিক্ততা দেখা দেবে। বুধের গোচরের ফলে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কোনও মহিলা বন্ধু ও আত্মীয়ের জন্য অধিক অর্থ ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। কারণ বুধের গোচরের সর্বাধিক প্রভাব আপনার স্বাস্থ্যের ওপর পড়বে। পাশাপাশি বিরোধীরাও সক্রিয় থাকবে।
কুম্ভ রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী কুম্ভ রাশির জাতকদের জন্য বুধের গোচর অত্যন্ত শুভ ফলদায়ী। মামাবাড়ির তরফে সাহায্য লাভ করতে পারেন। বড় ভাই ও মামার সহযোগিতা লাভ করবেন। কেরিয়ারে গত এক বছর ধরে যে পরিশ্রম করেছেন, তার ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা। আবার চাকরি প্রসঙ্গে কোনও তথ্য লাভ করতে পারেন এই রাশির জাতকরা। ছোট বাচ্চাদের সবুজ বস্তু দান করলে সুফল লাভ করবেন।
মীন রাশি
মীন রাশির জাতকরা এই গোচরের শুভ ফলাফল লাভ করবেন। সমস্ত ক্ষেত্রে লাভ অর্জন করবেন মীন রাশির জাতকরা। আবার এই রাশির ব্যবসায়ী জাতকদের লাভ হবে। ব্যবসা সম্প্রসারণের বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। আবার চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকলে, এ সময় ভালো ফলাফল লাভ করবেন। দাম্পত্য সম্পর্কে মাধুর্য আসবে। পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। প্রতি বুধবার মুগ ডাল খেলে সুফল পাবেন।
Post a Comment