অ্যাপ ক্যাবে যুবতীকে 'গণধর্ষণ', যমুনা এক্সপ্রেসওয়ের নারকীয় ঘটনায় স্তম্ভিত গোটা দেশ!
ODD বাংলা ডেস্ক: ২৩ বছরের যুবতীকে উত্তরপ্রদেশের আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে গণধর্ষণের অভিযোগ। চালক-সহ আরও ২ জনের বিরুদ্ধে এমন নারকীয় অত্যাচারের অভিযোগ। পুলিশ তিন জনকেই গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, নয়ডার ৩৭ নম্বর সেক্টর থেকে একটি শেয়ার ক্যাবে উঠেছিলেন ওই যুবতী। সেই ক্যাবেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে। তাদের নাম জয়বীর, টিটু ও চাচা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের হেফাজতে নেয় পুলিশ। তদন্তকারীদের দাবি, গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। ক্যাবে গণধর্ষণের পর ওই যুবতীকে এতমাদপুরের রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
Post a Comment