জন্মদিনে অন্য রজনী! জানেন কি, একটি বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন সুপারস্টার রজনীকান্ত?
ODD বাংলা ডেস্ক: সুপারস্টার রজনীকান্ত অভিনয় করেছিলেন একটি বাংলা সিনেমায়৷ না না, আপনি একদম ঠিক পড়েছেন। একাধারে সাউথ এবং বলিউডে রাজ করেছেন যিনি সেই থালাইভা রজনীকান্ত একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন। তবে এটা নিশ্চয় অনেকেই জানতেন না।
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় এই অভিনেতা 'ভাগ্য দেবতা' নামে একটি বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। রঘুরাম পরিচালিত এই ছবিতে রজনীকান্তের সঙ্গে মিঠুন চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্তকেও অভিনয় করতে দেখা গিয়েছে। 'ভাগ্য দেবতা' সিনেমাটি যদিও পরে হিন্দিতে ডাবিং হয়ে 'ক্রান্তিবীর' নামে মুক্তি পেয়েছিল।
এই সিনেমাটিতে স্টেজে সিনেমার 'টাইটেল সং' গেয়ে পারফর্ম করতে দেখা গিয়েছে রজনীকান্তকে। এছাড়া সম্পূর্ণ অ্যাকশন ড্রামা, এই ছবিতে জগদীশ মন্ডলের চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যিনি গরীবদের সাহায্য করে তাদের পাশে থাকার চেষ্টা করেন।
উল্লেখযোগ্য বিষয় হল অভিনেতা রজনীকান্ত এবং মিঠুন চক্রবর্তীকে 'ভ্রষ্টাচার' ছবিতেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে।
Post a Comment