২০২৩-এর বাজেটের পরে মিলতে পারে সুখবর! বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার


ODD বাংলা ডেস্ক: পয়লা ফেব্রুয়ারি পেশ হবে ২০২৩-২৪ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট। এরপরেই কেন্দ্রীয় সরকারি কর্মী বেতন নিয়ে বড় খবর পেতে পারেন। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে। যদি তা হয়, তাহলে বাড়বে বেতনও। সেক্ষেত্রে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করা হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।এই মুহুর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটেমেন্ট ফ্যাক্টর ২.৫৭%-এ দাঁড়িয়ে আছে। ব্যাখ্যা করতে গেলে কারও যদি গ্রেড পে ৪২০০ টাকায় বেসিক পে ১৫৫০০ টাকা হয়, তাহলে মোট বেতন হবে ১৫৫০০x২.৫৭= ৩৯৮৩৫ টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মীরে সেই ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮-এ বৃদ্ধির দাবি তুলেছেন। এর ফলে ন্যূনতম বেতন ১৮০০০ টাকা থেকে বেড়ে ২৬০০০ টাকা হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.