রেললাইনের ধারে পড়ে শয়ে শয়ে কচ্ছপ, জোর শোরগোল বর্ধমানে


ODD বাংলা ডেস্ক: শনিবার সকালে বর্ধমান এবং তালিত স্টেশনের মাঝে দেখা যায় শয়ে শয়ে কচ্ছপ পড়ে রয়েছে। পথচারীরা কার্যত অবাক হয়ে যান। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। কেউ কেউ কচ্ছপ মাটি থেকে তুলে ব্যাগে ভরতে ব্যস্ত। আবার কেউ ব্যস্ত ছবি তুলতে। এক সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি দেখে খবর দেন দেওয়ানদিঘি থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় বনদফতরেও। তড়িঘড়ি বনকর্মীরা ঘটনাস্থলে যান। কচ্ছপগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ৯৯৬টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বনদফতরের তরফে খবর পাওয়া যায়, উত্তরপ্রদেশ থেকে বাংলায় কচ্ছপ নিয়ে আসা হয়। বর্ধমান স্টেশনে বহুবার কচ্ছপ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাই বর্ধমান স্টেশনে ঢোকার আগে বর্ধমান এবং তালিত স্টেশনের মাঝে কচ্ছপগুলিকে ফেলে দেওয়া হতে পারে। অথবা কচ্ছপগুলিকে সময়মতো নেওয়া হবে ভেবে বর্ধমান এবং তালিত স্টেশনের মাঝে কেউ রেখেও যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.