শহরের বুকে আয়োজিত হল 'S & S Institute' এবং 'Sanj' -এর 'Excellence Award'
ODD বাংলা ডেস্ক: গত ২২ ও ২৩ ডিসেম্বর ২০২২ কলকাতার একমাত্র ভাসমান হোটেল 'Polo Floatel'- এ অনুষ্ঠিত হল 'S & S Institute' এবং 'Sanj' আয়োজিত '2 Days Grand Workshop'। সেইসঙ্গে অনুষ্ঠিত হল 'Excellence Award' প্রদান এবং 'Sunshine Autism Care Society'-এর কর্ণধার নীলাঞ্জনা রামবথুকে 'Autism' বাচ্চাদের সাহায্যার্থে 'Fund Raising Programme'।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত, অভিনেতা ঈশান মজুমদার, রাহুল দেব বোস, অংশু বাচ, অভিনেত্রী চন্দ্রাণী দাস, অঙ্কুশ্রী মাইতি, তানিয়া কর, কাঞ্চনা মৈত্র।
সেদিন যাঁরা 'Excellence Award'-এ সম্মানিত হলেন তাঁরা হলেন- নীলা ভট্টাচার্য, নন্দিতা দত্ত, সুমি মণ্ডল, ডালিয়া খাতুন, জয়শ্রী পাল, মুনমুন রায় চৌধুরী, শুভম বর্ধন, মাধবী পাল, পায়েল হালদার, শ্যামা চৌধুরী, পুজা মালী, পল্লবী রানা দাস এবং 'S & S Institute'-এর ছাত্রী ঐশী পাল, সোমা চক্রবর্তী, ববিতা দাস ভগত, রিঙ্কু ঘোষ, জয়ন্তী ধর।
সদস্যদের মধ্যে মৌ চক্রবর্তী ও পিয়া নস্কর পুরস্কার পেয়েছেন অভিনেতা রাহুল দেব বোস এর কাছ থেকে। ফটোগ্রাফার পাপাই পুরস্কার পেয়েছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্রের কাছ থেকে।
Post a Comment