পরপর বাড়িতে ফাটল, যোশীমঠের মানচিত্র থেকে মুছে যাচ্ছে একটা গোটা পাড়া


ODD বাংলা ডেস্ক: ক্রমে মাটিতে বসে যাচ্ছে যোশীমঠ শহর। ঘরছাড়া কয়েকশ স্থানীয় মানুষ। তবে, আশঙ্কা বাড়িয়ে এবার কার্যত যোশীমঠের আস্ত একটা পাড়াই মুছে যাওয়ার মুখে। ধ্বংসের চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে যোশীমঠের জে পি কলোনি। এই এলাকায় প্রায় ৩০ টি বাড়ি রয়েছে। যার অধিকাংশ বাড়িতে বড় ফাটল ধরেছে বলে খবর। জে পি কলোনি পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে এই এলাকার ফাটল ধরা বাড়িগুলি আর মেরামতের করা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলা ছাড়া উপায় নেই বলেই মত বিশেষজ্ঞদের। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই জে পি কলোনিতে বাড়ি ভাঙার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা সচিব রঞ্জিত সিনহা জানিয়েছেন, কতগুলি বাড়ি ভাঙতে হবে চামোলির জেলাশাসককে সমীক্ষা করে সেই সংখ্যা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।সূত্রের খবর,যোশীমঠের জেপি কলোনিতে প্রায় ৩০ টি বাড়ি ভাঙতে হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.