২৪ ঘণ্টায় ৩ বার, ভারত জোড়ো যাত্রা চলাকালীন ফের বিস্ফোরণ জম্মুতে, রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ODD বাংলা ডেস্ক: ২৪ ঘণ্টায় তিন বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু। জখম এক পুলিশকর্মী-সহ মোট ১০ জন। একদিকে ভূস্বর্গে ভারত জোড়ো যাত্রা চলছে তো অন্য়দিকে আর কয়েকদিন পরই সাধারণতন্ত্র দিবস। তার আগে জম্মুতে একের পর এক বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তদন্তে নেমেছে কাশ্মীর পুলিশ। তাঁদের দাবি, বিস্ফোরণে পিছনে ষড়যন্ত্র রয়েছে।শনিবার সকালে জোড়া বিস্ফোরণ ঘটেছিল জম্মুক শিল্পাঞ্চল নরওয়াল এলাকায়। এদিন মধ্যরাতেই ফের বিস্ফোরণ হয় সিদরার বাজলতা এলাকায়। জানা গিয়েছে, বালি ভরতি একটি ডাম্পার আটকান এক পুলিশ কর্মী। তখনই ডাম্পারের ইউরিয়া ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। জখম হন ওই কনস্টেবল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই পুলিশ সূত্রে খবর।
Post a Comment